মনির মোল্যা : প্রার্থী দেবেন শেখ হাসিনা, ভোট দেব নৌকায়, বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে সকলকে নৌকায় ভোট দিতে হবে। শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা মিলানআয়তনে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন, বিশষ্ট সাংবাদিক ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক মানব জমিন এর (সাবেক) স্টাফ রিপোর্টার, বর্তমানে কালের কন্ঠের সিনি:স্টাফ রিপোর্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র, সাবেক ছাত্রলীগ নেতা, কৃষকলীগ কেন্দ্রিয় পরিষদের সদস্য ফরিদপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক লায়েকুজ্জান। তিনি আরো বলেল আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম এর সিনিয়র সদস্য সংসদ উপনেতা সাজেদা চৌধুরী আমার নেত্রী তিনি এ আসনের সংসদ সদস্য আমি তাকে সন্মান করি শ্রদ্ধা করি। যদি কোন কারনে এই আসনে সাজেদা চৌধুরী নির্বাচন না করেন তাহলে আমি এই আসনে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশা করি।
শুক্রবার বিকালে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে লায়েকুজ্জামান সমর্থক গোষ্ঠী আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সাংবাদিক লায়েকুজ্জামান লায়েক। নগরকান্দা কলেজের সাবেক অধ্যক্ষ সাপ্তাহিক খোলাচোখ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু বকর মিয়ার সভাপতিত্বে সাংবাদিক মাহাবুব আহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই সরকার, সাংবদিক তুহীন ইসলাম। সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিচ,সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক মিজান বাবু, এস এম আক্কাছ, ইমরুল কবির, হারুন অর রশিদ, আবু নাছের, মনির মোল্যা, ফয়সাল হোসেন, শামিম হোসেন প্রমুখ।