প্রবাসী মতিন না ফেরার দেশে

আবু তালিব হোসাইন মিঠু ইটালি (নাপলী প্রতিনিধি): ইতালির নাপলীতে আব্দুল মতিন নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। জানা গেছে,গত ১৩সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় নাপলির হাসপাতালে অনেক দিন ডায়াবেটিস জনিত কারনে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্হায় তার মৃত্যু হয়।

নাপলির পালমা কম্পানিয়ায় বসবাস করতেন। বাংলাদেশে তার বাডী মাদারিপুর জেলায় শিবচর থানার উমেদপুর ইউনিয়নে । মৃত্যুকালে সে স্ত্রী , তিন পুত্র ও এক কন্যা সন্তান সহ বহু আত্নীয় স্বজন,বন্ধু-বান্ধব রেখে গেছেন, বর্তমানে ইটালীতে আছিম ও আফজাল নামে তার দুই ছেলে বসবাস করছেন ।

তার মৃত্যুতে পালমা কম্পানিয়ায় বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাযা রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ক্যারিবিয়ান অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এসময় জানাজা নামাজে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করার জন্য এবং  তার আত্মার শান্তি কামনায় দোয়ায় সকলকে আহ্বান জানানো হয়েছে।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments