প্রবাসী বাংলাদেশীদের ভাবমূর্তি ক্ষুন্ন মদিনায়

প্রবাসী বাংলাদেশীদের ভাবমূর্তি ক্ষুন্ন মদিনায় মসজিদে নববির পাশে অসুস্থতার অভিনয় করে প্রবাসীদের সাথে এবং জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ দের সাথে সঙ্ঘবদ্ধ চক্রের প্রতারণা। …….

চলতি মাসের ০২ তারিখ প্রবাসী নিউজ নামক এক অনলাইন পোর্টালে” প্রচার হয়েছে সৌদি আরবে দীর্ঘ ০৬ মাস মানবেতর জীবন কাটাচ্ছে প্রবাসী বাংলাদেশী সুমন”শিরোনামে প্রকাশিত সংবাদ টি দ্রুত ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে,বিষয়টি আমারো নজরে আসে আমি ফোনে তার সাথে কথা বলেছি , তখন সে তার কষ্টের কথা আমাকে জানান কিন্তু আমি তার কথা ভালো করে শোনার পর আমার মনের কি জানো একটি সন্দেহের সৃষ্টি হয় তাই আমি তাকে বিশ্বাস করতে পারিনি আমারও এমনটাই মনে হয়েছে যে সে কোন সঙ্ঘবদ্ধ চক্রের সাথে জড়িত কিন্তু নিজের মনকে বিশ্বাস করাতে পারেনি যে হযরত মুহাম্মদ সাঃ এর রওজা মোবারকের পাশে থেকে সে কি এমন প্রতারণা করবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার মনে এমনটাই প্রশ্ন জাগে।এর মধ্যে খবর পেয়ে মদিনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও বিদেশি অনেকেই তাকে সহায়তা দিচ্ছেন , একই সাথে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা ও বিষয়টি টি জানতে পেরে তাকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন , এবং সেটি তারা আজ ৬/০৯/২০১৮ইং তারিখে বাস্তবায়ন করেন , সুমন আজ দেশে যাচ্ছেন তার স্বজনদের কাছে , চিকিৎসা করে ভালো ও হয়ে যাবেন এমন চাওয়া আমাদের লাখো প্রবাসীর , কিন্তু এটাই শেষ নয় এর আড়ালে রয়েছে সব থেকে বড় সত্য যা জানলে অবাক হবেন না এমন মানুষ নেই ,ঘৃণা ও হতে পারে একজন প্রবাসী হিসেবে আপনার ও ,কারণ আমরা এই প্রবাসে নিজেদের ভাবমূর্তি কিভাবে নষ্ট করছি ,

সুমনের মানবেতর জীবনের কথা শুনে তার কাছে ছুঁটে গিয়েছে মিডিয়া , সাধারণ প্রবাসী ,দেশ থেকে হজ্জ পালনে আসা প্রভাবশালী ব্যক্তিবর্গ ও ,কিছুক্ষন আগে জেদ্দা কনস্যুলেট থেকে একটা প্রতিবাদ বিজ্ঞপ্তি হাতে পেয়ে হতভম্ব হয়ে গেলাম ,আগ্রহ নিয়ে সত্য টা জানার চেষ্টা করলাম,নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিক এর সাথে কথা বলে জানতে পারলাম,বেশ কিছুদিন থেকে তার কাছে কিছুটা তথ্য ছিল সুমন সুস্থ সবল একজন মানুষ সে প্রায় সময় হাটা চলা করতে অনেকে দেখেছেন,কিন্তু প্রমাণের অভাবে তাকে ধরা যাচ্ছিলো না,গতকাল রাতে একটা টেলিভিশন চ্যানেলে তাকে নিয়ে লাইভ যাওয়ার কথা ছিল,কিন্তু যে জায়গায় সুমন ৬ মাস বসে থাকতেন সেই জায়গায় সুমন কে পাওয়া গেলো না,খোঁজ নিয়ে জানা যায় সে পাশে এক মার্কেটে চিকিৎসার জন্য টাকা সংগ্রহে গেছেন,কিছুক্ষন পর সুমন আবার ফিরে আসে আগেই জায়গায় তখন তাকে প্ৰশ্ন কথা হয় ,আপনি সে টয়লেটের পাশে পড়ে আছেন নিজ ইচ্ছায় আপনি টয়লেট ব‍্যাবহার করতে পারেন না সেই আপনি মার্কেটে কিভাবে গেলেন ? তার কাছে কোন উত্তর ছিল না,তাকে বলা হয় আপনি ও সুস্থ হাটতে পারেন এটা কি সত্য ? সে তা অস্বীকার করলে তাকে প্রমান দেখাবে বললে সে তখন শিকার করে সে সুস্থ , সে যে ওষুধ গুলো খেত তা চেক করে দেখা যায় সাধারণ গ‍্যাষ্টিক এর ঔষধ , সব শেষ সে পঙ্গুত্ব সহ নানা প্রতারণার কথা শিকার করে ,তবে সুমনকে সহায়তা করেছেন কিছু অসাধু মানুষ,তারা বর্তমানে পলাতক,সুমন আজ দেশে যাচ্ছে দেশের প্রচলিত আইনে তার সাজা হবে,

কিন্তু আমাদের ভাবমূর্তি কি ফিরে আসবে প্রশ্ন অনেকের ,

উল্লেখ্য গত ১১ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দেন জামালপুরের সুমন আলী। পরিচিত এক লোকের কাছ থেকে ভিসা নিয়ে সৌদি আরব রাজধানী রিয়াদে আসেন তিনি ৩ মাস পরে আকামা হাতে পেয়ে কাজের সন্ধানে পবিত্র নগরী মদিনায় আসেন।
Copy

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments