প্রবাসীরা আগের যেকোন সময় থেকে নিজ মাতৃভূমিকে সমাদৃত। প্রবাসীদের রেমিটেন্স এ দেশ আরো সমৃদ্ধি হচ্ছে। সেই সাথে প্রবাসীদের দেশে বিনিয়োগের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। প্রবাসীদের অধিকার আদায়ে সিলেট সম্মেলন বিশেষ ভূমিকা পালন করছে।
গত ১৬ সেপ্টেম্বর রবিবার ফ্রান্সের প্যারিসে স্থানীয় একটি থিয়েটারে এ অনুষ্ঠিত সিলেট সম্মেলনে আগত অতিথিরা এসব কথা বলেন। জালালাবাদ এসোসিয়েশন এর কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্বব্যাপী সিলেট উৎসব পালন এর ধারাবাহিকতায় প্যারিসে অনুষ্ঠিত হলো এ সম্মেলন।
ঢাকা , সিলেট , কলকাতা, আমেরিকা, কানাডা এর পর প্যারিসে হাজারো মানুষরে উপস্থতিতিে আয়োজিত হলো এই মিলন মেলার।
জালালাবাদ এসোসয়িশেন ফ্রান্স এর সভাপতি জনাব মোঃ হেনু ময়িা’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আলী হোসনের উপস্থাপনায় – প্রথমইে পবত্রি কোরআন থকেে তলোওয়াত করনে এসোসয়িশেনরে র্ধম বষিয়ক সম্পাদক হাফজিুর রহমান ও অনুষ্ঠানরে মূল প্রবন্ধ পাঠ করনে কোষাধক্ষ্য আজাদ ময়িা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশন এর কেন্দ্রিয় কমিটির আজীবন সদস্য রাশেদা কে চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ডাইরেক্টর ও আল হারামাইন গ্রুপের এর চ্যায়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ সরকার এর নিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন,যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি মহিবুর রহমান মুহিব, এবং ইতালীস্থ জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি অলি উদ্দিন শামীম । আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সহ কমিউনিটির বিশেষ ব্যাক্তিবর্গ ইপিবিএ এর ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান ও রেজা খান সহ মোট ৯জনকে সম্মাননা স্বারক দিয়ে সম্মানিত করা হয়।
বাংলাদেশ ,ইউকে,আমেরিকা,ইতালী ও আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৃহত্তর সিলেটবাসী এ উৎসবে অংশগ্রহন করেন।