বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ঢাকা জেলা পুলিশ অশেষ কৃতজ্ঞ।
মাননীয় প্রধানমন্ত্রীর শত ব্যস্ততার মধ্যেও( ৩ জানুয়ারী) ঢাকা জেলা পুলিশ কর্তৃক মুক্তিযুদ্ধের প্রামাণ্য সংকলন “গৌরবময় স্বাধীনতা’ গ্রন্থ গ্রহন করেন। মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তরের সুযোগদানের জন্য আমরা আনন্দিত ও কৃতজ্ঞ।
মাননীয় প্রধানমন্ত্রীকে উক্ত গ্রন্থটি হস্তান্তর করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শাহ মিজান শাফিউর রহমান। উপস্থিত আরও ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান। মুক্তিযুদ্ধের চেতনার ধারণ ও বিকাশে ঢাকা জেলা পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন বাংলাদেশ পুলিশ উপর রাষ্ট্রের সকল দায়িত্ব এবং স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীসহ ঝপিয়ে পড়ে দেশ স্বাধীন করেন। আগামীতে ও পুলিশ বাহিনী উপর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব নেয় ও নিষ্ঠার সাথে পালনে অঙ্গীকার বদ্ধ।