জাকির হোসেন সুমন : শরীয়তপুর বাচাও আন্দোলন কে এগিয়ে নিতে ইতালীর ভেনিসে বসবাসরত শরীয়তপুর এর বিভিন্ন উপজেলার প্রবাসী বাংলাদেশীরা গন সমাবেশের আয়োজন করেন। আজ রবিবার সকাল হতেই ভেনিসের জেলারিনো পার্কে জরো হতে থাকেন শরীয়তপুর বাসী। প্রবাসী শরীয়তপুর ভেনিস ইতালীর আয়োজনে শরীয়তপুর এর তরুন যুবক দের উদ্যােগে ও সম্মিলিত শরীয়তপুর বাসীর পক্ষ থেকে পদ্মার করাল গ্রাস হতে শরীয়তপুর রক্ষায় বেড়িবাঁধ বাস্তবায়নের লক্ষে গন সমাবেসের আয়োজন করেন। সমাবেসে বক্তাগন অবিলম্বে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। পদ্মার ভাংঙ্গন ঠেকাতে বালুর বস্তা না ফেলে নদীর পানির গতিপথ পরিবর্তন করে দ্রত বেড়িবাঁধ নির্মান এর আহবান জানানো হয়। বক্তারা আরো বলেন ইতালী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পৌতৃক ভীটা চলে যাচ্ছে পদ্মা গর্ভে। সব কিছু হারিয়ে নিশ্ব হচ্ছে নিন্মও মধ্যবিত্ব পরিবার গুলো। তাদের রক্ষায় সাহাজ্য হিসেবে রুটি, কলা নয়, চাই স্হায়ী সমাধান।
একনেকে বেড়িবাঁধ দেয়ার অনুমোদন পাস হলেও আমলাতান্ত্রিক জটিলতায় এখনো কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভেনিসে বসবাস রত শরীয়তপুর বাসীরা। তাদের একটাই দাবী বাংলাদেশের মানচিত্র হতে যেনো শরীয়তপুর জেলা পদ্মা গর্ভে বিলিন না হয়। শরীয়তপুর বাসীর এ গন সমাবেশে বাংলাদেশ সমিতি ভেনিস এর সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং যুবরাজ দেওয়ান ও গোলাম মোস্তফা কালু র যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা সমিতির সভাপতি মিলন ফকির, ইতালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী রফিক ছৈয়াল, বাংলাদেশ সমিতি ভেনিস এর সাধারন সম্পাদক জব্বার মাঝি, খোকন জম্মাদর, আবু তাহের খান ডালু, আক্তার বেপারী, রোমান মাল, ভেনিস যুবলীগ সভাপতি এরফান ছৈয়াল, মোক্তার মোল্লা, আলী চকিদার, দেলোয়ার মাদবর, হান্নান হোসেন বাবু, উজ্জল ঢালী, বাসার সরদার, মনির খান, আলমগীর মৃধা প্রমূখ। গন সমাবেশ শেষে উপস্হিত সবাই একটি র্যালী বের করে।