রোম, ইতালীঃ ফরাজী পরিবারের প্রতিষ্ঠিত বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী ও পপুলার ট্রাভেলস এন্ড টুরস এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। গত ৩১ মে, বৃহস্পতিবার ইতালীর রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো মক্কি মসজিদে এ আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এছাড়াও ইতালী আওয়ামী লীগ, ইতালী বিএনপি, বাংলাদেশ সমিতি,বৃহত্তর ঢাকা সমিতি, বরিশাল বিভাগ সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, বৃহত্তর চট্রগ্রাম সমিতি, বাংলাদেশী সাংবাদিক সমিতি এনআরবিজাই, সহ রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহন করেন ইফতার মাহফিলে। প্রায় ৭ শতাধিক মুসল্লীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় সোবহান সিকদার বলেন রোজা মহান আল্লাহ তা’লার পক্ষ থেকে বান্দাদের জন্য এক অনন্য রহমত। মহান আল্লাহ তা’লা নিজেই রোজার বিনিময় বান্দাকে পুরস্কৃত করবেন। রাষ্ট্রদূত আরো বলেন ইফতারের পুর্ব মুহুর্তে আল্লাহর কাছে নেক দিলে কিছু চাইলে আল্লাহ বান্দাকে নিরাশ করেন না।
ইফতার মাহফিলের আয়োজক ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী ও পপুলার ট্রাভেলস এন্ড টুরস এর চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শত ব্যস্ততার মাঝেও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। জাহাঙ্গীর ফরাজী আরো ধন্যবাদ জানান উপস্থিত সকল নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীদের।
ইফতার মাহফিলে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন মক্কি মসজিদের খতিব মুফতি মাওলানা ওয়ালি উল্লাহ খান।