মনির মোল্যা : জাতীয় সংসদের সংসদ উপনেতা, ফরিদপুর ২ আসনে সংসদ সদস্য ও একাদশ সংসদ নির্বাচনের নৌকার প্রাথী সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তাই উন্নয়ন চাইলে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন।
সোমবার সকালে তিনি সালথা উপজেলা রসুলপুরে নিজ বাড়ীতে নগরকান্দা ও সালথা উপজেলার মুক্তিযুদ্ধাদেও সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।
উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবুর সভাপতিত্বে সভায় উপনেতা আরো বলেন, দেশের সংকট কালে সবার আগে ভুমিকা রেখে মুক্তিযোদ্ধারা। আসন্ন নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতেও তাদেও ব্যাপক ভুমিকা রয়েছে। মুক্তিযুদ্ধাদেও সন্মান ও আর্থিক মুক্তির ব্যাবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন উল্লেখ করে উপনেতা সকল মুক্তিযোদ্ধাকে নৌকায় ভোট দেয়ার পাশাপাশি শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন, সালথা-নগরকান্দার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বক্তব্য রাখেন।