মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষিবিদ শাহদাব আকবার লাবু চৌধুরী বলেছেন, নৌকা মার্কায় ভোট দিন, দেশের উন্নয়নে অংশ নিন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাড়ায়। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে সবাইকে একযোগে কাজ করতে হবে। বুধবার দুপুর ১২ টায় ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ: ওহাব মাতুব্বারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইউনুছ আলী খান, আবু মোল্যা, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাজ্জাদ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা প্রমূখ।