মনির মোল্যা : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম বুধবার দিনভর ফরিদপুর-১ আসনের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন। এসময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে উন্নত রাষ্ট্রে পরিনত হবার জন্য সবার কাছে নৌকা প্রতিকে ভোট দেবার আহবান জানিয়েছেন। প্রচারনার অংশ হিসাবে বুধবার মধুখালী উপজেলার মেছরদিয়া মোড়, নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজার, কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল বাজার, কালপোহা সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন দুইবারের সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন বিপুল, মধুখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাচু, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান মিয়া, সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান বাবু, ৯নং ওয়ার্ড কমিশনার মোঃ হান্নান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক আসাদুল করিম সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিভিন্ন স্থানে গনসংযোগকালে কাজী সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন কর্মকান্ডের মহাযঞ্জ চলছে তা ঠিক রাখতে হলে অবশ্যই আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নৌকা প্রতিকে ভোট দেবার আহবান জানান তিনি। কাজী সিরাজুল ইসলাম আরো বলেন, বর্তমান সরকার হচ্ছে উন্নয়নের সরকার। গনসংযোগকালে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন বিপুল বলেন, এমপি হিসাবে ফরিদপুর-১ আসনে কাজী সিরাজুল ইসলামকেই দেখতে চাই। অন্য কেউ নৌকার মাঝি হলে এ আসনটি হাতছাড়া হয়ে যাবে। যারা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেনা তাদের এমপি হিসাবে দেখতে চাইনা।ও কাজী সিরাজুল ইসলাম ফরিদপুর-১ আসনের আপামর জনগনের প্রানের নেতা। তাকে এমপি হিসাবে মনোনয়ন দেবার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানান।