মোঃ রাসেল ইসলাম, বেনাপোল ( যশোর) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর নির্বাচনী প্রচার- প্রচারনা এখন তুঙ্গে। বিভিন্ন মার্কার প্রার্থীরা তাদের দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে, স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে এবার ৮৫, যশোর-১ (শার্শা) আসনের প্রার্থী শেখ আফিল উদ্দীনের নির্বাচনী প্রচারনা এলাকায় বেশ সাড়া ফেলেছে। নির্বাচনী মাঠ ঘুরে দেখা গেছে নৌকা প্রতীক ছাড়া অন্য কোন মার্কার প্রার্থীর কোন খোজ- খবর নেই বললেই চলে।
শার্শার নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন নৌকার মাঝি শার্শার উন্নয়নের কারিগর,এলাকার সর্বজন প্রিয় মানুষ শেখ আফিল উদ্দীন। প্রচারনার ধারাবাহিকতায় রবিবার (২৩/১২/২০১৮ ইং) তারিখ বিকাল ৪ ঘটিকায় শার্শার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই- দুইবার ক্ষমতায় থাকা শার্শার সাংসদ, নৌকা প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।
ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আজগর আলী। বিশেষ অতিথী হিসেবে যাদেরকে রাখা হয় তারা হলেন- শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানসহ ৪ ও ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতা- নেতৃবৃন্দ।
সু-প্রসস্থ স্কুল মাঠ প্রাঙ্গনে জনাকীর্ন ঐ মাঠে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১০ টি বছর আমি আপনাদের মাঝে সেবা দিয়ে এসেছি। অত্র এলাকায় সকল উন্নয়নের কাজ আমার হাত দিয়ে হয়েছে। রাস্তা-ঘাট উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোসহ সকল প্রকার সরকারি সুযোগ- সুবিধা আপনাদের কাছে পৌছে দিয়েছি,কোন প্রকার অনিয়ম করি নাই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত এলাকার মানুষের কাছে দাবী তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষের দিকে শেখ আফিল উদ্দীনের সহধর্মিনী তাহেরা সোবাহ হঠাৎ করে অনুষ্ঠানে এসে উপস্থীত হলে অনুষ্ঠানের প্রান চাঞ্চল্যতা বৃদ্ধি পায়। সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করে স্বামীর জন্য দো’ আ চাইলেন তিনি।