মনির মোল্যা : ফরিদপুর-১ ( বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে বিভিন্ন এলাকায় গনসংযোক কালে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে বললেন কাজী সিরাজ। ফরিদপুর ১ আসনে তিন উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোক করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, ফরিদপুর -১ আসনের দুই বারের সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য আসাদুল করিম,মধুখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাচু, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্বা আতিয়ার রহমান মিয়া, সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
নেতাকর্মীদের উদ্দেশ্য কাজী সিরাজ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে। এখন ভেদাভেদের সময় নয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা সমৃদ্ধশীল বাংলাদেশ পাবো। তাই যারা আজ ভিন্ন পথে হাটছেন, তারা আসুন আমরা এক সাথে মিলে মিশে আওয়ামী লীগের জন্য কাজ করি।
গনসংযোগকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আকরামুল করিম (আকরাম) বলেন, এমপি হিসাবে ফরিদপুর -১ আসনে কাজী সিরাজুল ইসলামকেই দেখতে চাই। অন্য কেউ নৌকার মাঝি হলে এ আসনটি হাতছাড়া হয়ে যাবে। যারা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেনা তাদের এমপি হিসাবে দেখতে চাইনা। ও কাজী সিরাজুল ইসলাম ফরিদপুর-১ আসনের আপামর জনগনের প্রানের নেতা। তাকে এমপি হিসাবে মনোনয়ন দেবার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানান।