আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিভিন্ন এলাকায় রাতের আধারে পোষ্টার ছিঁড়ে ফেলা, নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও দলীয় নেতা কর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা সহ নির্বাচনী প্রচার প্রচারনায় বাধা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনিত প্রার্থী ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সাভার পৌর এলাকার ব্যাংককলোনীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ‘এসময় তিনি দাবি করেন সাভার-আশুলিয়া থেকে অন্ততপক্ষে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আতঙ্কে নেতা-কর্মীরা ঘরে ফিরতে পারছে না।