নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের অধিকার ইস্যু অন্তর্ভুক্তির দাবি

কমরেড খোন্দকার : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের অধিকার ইস্যু অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশনে (ইপিবিএ)সভাপতি শাহনুর খান ও সাধারন সম্পাদক ইন্জি: ওসমান হোসেন মনির।ইপিবিএ’র সভাপতি ও সাধারন সম্পাদক এক বক্তব্যে বলেন,প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে প্রেরনের আমাদের দীর্ঘ দিনের দাবি।সেই সাথে প্রবাসীদের ভোটাধিকার,প্রবাসীদের নিরাপত্তা এবং প্রবাসীদের দেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের নিশ্চয়তার বিষয় গুলো নির্বাচনী ইশতেহারে তুলে ধরার আহবান জানান।তারা আরো বলেন,বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন এক কোটির অধিক বাংলাদেশী কর্মী। জীবিকার প্রয়োজনে এসব কর্মী দূর প্রবাসে পড়ে রয়েছেন পরিবারে স্বচ্ছলতা আনয়নের জন্য। মাথার ঘাম পায়ে ফেলে তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে করছে সমৃদ্ধ।
বাংলাদেশের সমৃদ্ধির জন্য প্রবাসীদের অবদান অনস্বীকার্য। অথচ প্রবাসীরা দেশে গেলে হয়রানির শিকার হন। তাঁদের কাছে চাঁদা দাবি করা হয়। কোনো কাজের জন্য কোনো অফিসে গেলে টাকা চাওয়া হয়। তাদের সম্পদ বেদখল হয়ে যায়।তারা আরো বলেন,প্রবাসীদের নাগরিক অধিকার ক্ষুণ্ন হলে বাংলাদেশের চরম ক্ষতি হবে। দেশে তাদের সম্পদ, স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হলে তাঁদের সন্তানেরা বাংলাদেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহ ও বিনিয়োগ ব্যাপকভাবে কমে যাবে।তাই যে সরকারই ক্ষমতায় আসুক প্রবাসীদের এসব সমস্যা গুলো সমাধানের জোর দাবী জানান ইপিবিএ’র নেতৃবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments