রাজিউল হাসান পলাশ: নিরাপদ সড়কের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেইরি গেটে মানবন্ধন করেছে মানবিক ঢাকা সোসাইটি জাবি শাখা। বুধবার বিকাল সাড়ে চারটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব হাসান রাব্বীর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতির বক্তব্যে শেখ জোবায়ের হোসেন বলেন, ‘আমরা নিরাপদ সড়কের বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য এ মানববন্ধনের আয়োজন করেছি।আমাদের নিজেদের সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে।বিশ্ববিদ্যালয়ের বাস যেন ট্রাফিক আইন লঙ্গন করে উল্টো পথে না আসে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।