রাজিউল হাসান পলাশঃ সাধারণ জনগণ ও নেতা কর্মীদের উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ফজলে শাসম পরশ বলেছেন, আমরা কাওকে বাধা দেবো না সবাই যে যার মতো কোন রকম বাধা বিপত্তি ছাড়াই ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিবেন। প্রত্যেক নেতা কর্মী যদি ২০ জন করে ভোটার নিয়ে ভোটকেন্দ্রে আসেন তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন সফল হবে।
রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার ধামরাই পৌরসভার ঈদগাহ ময়দানে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের প্রার্থী বেনজীর আহমদের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি-জামায়াত, যুদ্ধাপরাধীদের বিষয়ে আমাদের কোনো ছাড় নেই। যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, রাজাকার-আলবদর, আলসামদের সাথে যাদের সখ্য তাদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নেই। তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুন। ০৭ তারিখ যাক, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রীয় দায়িত্বে আসুক, তারপর বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি অচিরেই নিষিদ্ধ করা হবে।
কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমদকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য বেনজীর আহমদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু প্রমুখ।