ইতালী যুবদলের নব গঠিত কমিটি আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নব গঠিত যুবদল ইতালীশাখার সভাপতি মাহামুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ উল্লাহ পঞ্চায়েত এর পরিচালনায় রোমের তপিনাত্তারায় গতকাল রবিবার স্থানীয় একটি হলে বক্তারা সাংবাদিকদের বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশবরেণ্য, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে এই অসহায় ও ঝুঁকিপূর্ণ অবস্থা দেশবাসীকে ক্ষুব্ধ করেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেন।
এসময় শীর্ষস্থানীয় যুবনেতা পাভেল আহম্মেদ তুহিন ও শফিকুর ইসলাম শফি সহ উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি পদে রহুল আমিন রাহুল, আনোয়ার হোসেন, আলী আহম্মেদ খোকন, যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল আহম্মেদ ও প্রচার সম্পাদক খান রবিন সহ যুবদলের নেত্রীবৃন্দ।
খালেদা জিয়ার প্রতি সরকারের এ আচরণকে অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত অপরাধ বলে অভিহিত করে বক্তারা প্রতিবাদ জানিয়ে, বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে প্রবাস থেকে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান করেন।
প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনে যুবদল নেতাকর্মী সহ ইতালী জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির মাধ্যমে নিখোঁজ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন।