মিনহাজ হোসেন ইতালীঃ ব্যাপক উৎসব আনন্দের মধ্য দিয়ে নবজাগরন নারী কল্যান সমিতি তুসকোলানার ঈদ পূর্ণমিলন মিলনমেলা-২০১৮ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে গত ১৮ জুন সোমবার নানা ধরনের রকমারি খাবার আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছায়া সুনিবিড় শান্তিময় সবুজ পরিবেশে পিয়াচ্ছা কনসেলি পার্কে প্রাণ চাঞ্চল্য, হৈ চৈ, নাচ গান ও খোলামেলা পরিবেশে সবুজে ডাকা প্রাকৃতিক সৌন্দর্যে পার্ক সেদিন সেজেছিল নতুনের আঙ্গিকে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে বিভিন্ন ধরনের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে থাকে সবাই।
সহস্রাধিক নবীন- প্রবীন সহ ইতালীস্হ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন, এক বর্ণাঢ্য মিলন মেলায় রূপ নেয়। সকলের পদভারে ও ব্যাপক উচ্ছ্বাসে বিশাল পার্ক প্রাঙ্গণ উৎসবে মুখরিত হয়ে উঠে। সকলের মাঝেই একটা সাজ সাজ রব পরিলক্ষিত হয়।
অনুষ্টানে নবজাগরন নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলাম সংগীতার সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি রেহানা আক্তার শিল্পী’র প্রধান পৃষ্ঠপোষকতায় এবং সাধারণ সম্পাদক লিপি আক্তার এর পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক মনিকা ইসলাম সহ সংগঠনের সকল নেতৃবৃন্দদের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম লোকমান হোসেন, ইতাালি আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাসান ইকবাল, রোমের প্রবীণ ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা লোতফর রহমান, তুসকোলানারর কাউনসিলর ও ইতালি আওয়ামী লীগ প্রবীন নেতা আইউব খান প্রিন্স, লাওরেনতিনা ঐক্য পরিষদের সভাপতি ও ইতালি আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন, বৃহত্তর কুমিল্লার দিদারুল আবদিন দিদার, ইতালি বিএনপিরর সহ সভাপতি ফিরুজ খান, বাংকার ব্যবসায়ী সমিতি ইতালির সভাপতি মইনুল হোসেন ময়না, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, উপদেষ্টা সেলিম বেপারি,সহ সভাপতি আব্দুল্লাহ সহ বাংকার ব্যবসায়ী সমিতির অন্যান্য কর্মকর্তা বৃন্দ, ইতালি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম প্রদান, দপ্তর সম্পাদক হাবিব মগ্দম, উপ প্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু, সদস্য মোঃ আলী, সুজন হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সসম্পাদক মাসুদ রানা,ইতালী মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নয়না আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার পপি, প্রচার সম্পাদিকা মেহনাজ তাবাস্সুম শেলি, রোম মহানগর আওয়ামী লীগ সভাপতি শেখ মামুন তুসকোলানা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মাদ জহিরুল ইসলাম, তুসকোলানা সমাজ কল্যান সমিতির সভাপতি জাহিদ হাসান খোকন, সাধারন সম্পাদক সাজাহান পাটোয়ারী, সেলিম বেপারী, আবুল বাসার, মনির হোসেন, শাহেদ আলম, শাহ্ আলম সহ আরো অনেকেই।
অতিথিরা তাদের বক্তব্যেতে বলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। সব কিছুর উর্দ্ধে উঠে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই। তারা আরো বলেন যারা অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । এছাড়াও লক্ষ্য করা গেছে নারী, পুরুষ ও শিশুদের আনন্দ উল্লাশ ছিলো চোখে পরবার মতো,শারী ও পাঞ্জবী সহ হরেক রকমের শাজ সজ্যায় নিজেকে সাজিয়ে এসেছিলো এ ঈদ পূর্ণ মিলনীতে। বাঙ্গালীর ঈদ যেনো খনিকের জন্য এসেছিলো দিন টিতে এমন্টি বললেন প্রবাসীরা ।
এ উৎসবে নতুন প্রজন্ম জানবে বাংলার কৃষ্টি কে এজন্যই এই আয়োজন ,বললেন আয়োজক নবজাগরন নারী কল্যান সমিতি তুসকোলানার নেত্রীবৃন্দরা।