মনির মোল্যা : বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা, আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম এর সিনিয়র সদস্য, ফরিদপুর (২আসন) এর সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র সালথা-নগরকান্দা কৃষ্টপুরের গনমানুষের প্রিয় নেতা গরিবের বন্ধু সকল শ্রেণী পেসার মানুষের আস্থার প্রতিক বিশষ্ট সমাজ সেবক কৃষিবিদ শাহাদাব আকবার লাবু চৌধুরী সালথা-নগরকান্দা-কৃষ্টপুর বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
সাংবাদিকদের সাথে আলাপচারীতায় লাবু চৌধুরী বলেন, নগরকান্দা-সালথা কৃষ্টপুরের মানুষের সাথে আমার মা সাজেদা চৌধুরীর আত্মার সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক কখনো ছিন্ন হবার নয়। তাই আমরা ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে চাই। তিনি আরো বলেন দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই তাই আগামী নির্বাচনে আবারো সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সাজেদা চৌধুরীই পারবে সালথা নগরকান্দাকে নগরে পরিনিত করতে। সকলের ঈদ ভাল কাটুক সকলের সুখী সম্মিদ্ধ জীবন কামনা করছি।