মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ফরিদপুর ২-আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর পক্ষে সালথায় উঠান বৈঠাক অনুষ্টিত। (২১ ডিসেম্বার ২০১৮) শুক্রবার রাত ৮টায় ফরিদপুরের সালথা উপজেলার সালথা গ্রামের লেবু মোল্যার বাড়িতে এউঠান বৈঠক অনুষ্টিত হয়।
উঠান বৈঠাকে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লেবু মোল্যা, আওয়ামী লীগ নেতা হেমায়েত হোসেন খান, বাচ্চু মাতুব্বর, মোঃ আবু মোল্যা, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, লিটন মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হোসেন, প্রমুখ।
উক্ত উঠান বৈঠাকে শফি উদ্দিন চৌধুরী বলেন, সাজেদা চৌধুরী নগরকান্দা-সালথার উন্নয়নের একমাত্র দাবীদার । এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে আবারো সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন ।