মনির মোল্যা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী পথসভা করেন নেতাকর্মীরা। উপজেলার রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকাল ৫টায় রামনগর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্দার ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ওদুদ মাতুব্বার, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ফকির সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তাই দেশ ও মানুষের কল্যাণে আগামী সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।