মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা উপজেলা সদরে শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এ তিন তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
২ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়নে তিন তলা বিশিষ্ট ভবন নির্মিত হয়। এ উপলক্ষে নব নির্মিত ভবনের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সরদার, সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, সাবেক কমান্ডার লিয়াকত হোসেন লস্কর ফিরোজ, সাবেক অর্থ কমান্ডার সিদ্দিকুর রহমান মোল্যা, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. হারুনর রশিদ, চৌধুরী মারুফ হোসেন বকুল, এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু প্রমূখ।