মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবু শেখ সোমবার রাতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—- রাজিউন)। তাকে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
নগরকান্দার তালমা ইউনিয়নের বিলনালিয়ায় নিজ বাসভবন চত্বরে নামাজে জানাজার পূর্বে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ। নগরকান্দা থানা পুলিশের একটি টিম সসশ্র সালাম প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, তালমা ইউনিয়ন কমান্ডার আঃ জলিল প্রমুখ।