মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনুর্ধ-১৭) এর নগরকান্দা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলাটি কাইচাইল ইউনিয়ন একাদশ ও ডাঙ্গী ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাইচাইল ইউনিয়ন একাদশ বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় নগরকান্দা এম এন একাডেমী মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় কাইচাইল ইউনিয়ন একাদশ বনাম ডাঙ্গী ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ভাবে শেষ হলে খেলা ট্রাইব্রেকারে নিস্পত্তি হয়। ট্রাইব্রেকারে কাইচাইল ইউনিয়ন একাদশ ৩-২ গোলে ডাঙ্গী ইউনিয়ন একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।
খেলাশেষে ট্রফি বিতরন করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফ এম মহিউদ্দীন, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, নগরকান্দা থানার ওসি নিখিল অধিকারী, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম , কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার মোর্শেদ, উপজেলা পাট কর্মকর্তা আঃ সালাম প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শামচুল হুদা হুদু, সহকারীর রেফারী ছিলেন এস এম ওমর আলী, এবং হাসান রাহুল আল ফয়সাল। ধারা বিবরনীতে ছিলেন এ কে এম সাইয়েদুর রহমান বাবলু, ইব্রাহিম খান এবং বেলায়েত হোসেন লিটন।