মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দায় সাপ্তাহিক খোলা চোখ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী, গুণীজন সংবর্ধনা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। বুধবার রাত ৮টায় ফরিদপুরের নগরকান্দা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব শাবান মাহমুদ।
সাপ্তাহিক খোলা চোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবার লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, নগরকান্দা সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কৃষ্ণ মৃধা, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল এফ.এম মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান, দৈনিক বাঙ্গালী খবরের সম্পাদক ও সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাপ্তাহিক খোলা চোখ পত্রিকার প্রধান পৃষ্টপোষক আরিফুল ইসলাম, নগরকান্দা মডেল উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র সরকার প্রমূখ। এসময় অতিথীরা খোলাচোখ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
এর আগে নগরকান্দা মডেল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবার লাবু চৌধুরী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব শাবান মাহমুদকে সংবর্ধনা দেন।