মনির মোল্যা : অবসরপ্রাপ্ত এয়ার কমডোর, বীর মুক্তিযোদ্ধা কাজী দেলোয়ার হোসেন বলেছেন, ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা ও কেষ্ণপুর) আসনের জনগনের সেবা করার জন্য আমি নৌকার মাঝি হতে চাই। যদি কোন কারণে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী নির্বাচনে না আসেন তাহলে আমি দলের মনোনয়ন চাইবো। এ ছাড়াও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন সেই হবে প্রার্থী। তখন তাকে বিজয়ী করার জন্য আমরা সর্বচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ।
সোমবার বিকাল ৫টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা লস্কারদিয়া ইউনিয়নের শশা গ্রামে কাজী বাড়িতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, এয়ার পাইলট শাহনেওয়াজ হোসাইন, আওয়ামী লীগ নেতা কাজী ইমাম হোসেন, কৃষকলীগ নেতা তারা মিয়া, যুবলীগ নেতা জাহিদ হোসেন প্রমূখ।