মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্কুল, ভূমি অফিসে ডেক্সটপ কম্পিউটার ও প্রিন্টার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে কেন্দ্রীয় যুবলীগের সদস্যের বাড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠান প্রধানদের হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়।
নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, তরুন সমাজ সেবক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালমা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু সহিদ মিয়া, স্কুল শিক্ষক আছাদুজ্জামান চৌধুরী মুন্নু, মনোজ কুমার, আসাদ চোকদার, ইউপি সচিব ভবেশ বিশ্বাস প্রমূখ। এসময় তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, ধুতরাহাটি উচ্চ বিদ্যালয়, বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়, তালমা ইউনিয়ন ভূমি অফিস ও তালমা ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের প্রধানদের হাতে কম্পিউটার, প্রিন্টারসহ সামগ্রী তুলে দেন প্রধান অতিথি এ্যাড: জামাল হোসেন মিয়া।