মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী খালের উপর ১ কোটি ৫৯ লাখ টাকা ব্যায়ে ৩০ মিটার দীর্ঘ ব্রিজের শুভ উদ্বোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। শনিবার (১৩অক্টোবর) দুপুর ১টায় চরযশোরদী হাজি আব্দুল মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব ফকির, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ খান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক সাইফুজ্জামান বিপ্লব প্রমূখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসাইন বাকী মাষ্টার।