রাজিউল হাসান পলাশ : ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃক আয়োজিত ও ধামরাই পৌরসভার সার্বিক সহযোগীতায় “এডভান্সড ইউরোলজীক্যাল প্রাকটিস ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত।আজ বুধবার (৩১ অক্টোবর) সকাল দশটায় ধামরাই পৌরভবনে কার্যক্রমটি শুরু হয়।
এডভান্সড সেন্টার অফ কিডনি এন্ড ইউরোলজী আকু এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ সোহরাব হোসেন সৌরভ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সজাগ এর পরিচালক আব্দুল মতিন, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাসুম খান, শফিক আনোয়ার গুলশান, আফাজ উদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সহ পৌরসভার সকল কাউন্সিলর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সেমিনারে বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভার পাশাপাশি সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় তিন শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করেন