রাজিউল হাসান পলাশ: সারা দেশের ন্যায় ধামরাই উপজেলা পরিষদেও শুরু হয়েছে উন্নয়ন মেলা। তিনদিন ব্যাপী চলবে মেলাটি। ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। মেলায় ৪১ টি স্টল বসেছে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এই স্টলগুলো নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান, ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান, প্রকৌশলী কর্মকর্তা ইউসুফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, থানা তদন্ত কর্মকর্তা আসিকুরজ্জামান আসিক, কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম, উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আ: গণি, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ভাড়ারিয়া ইউপি যুবলীগের সভাপতি মানছুর রহমান ও ধামরাই কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব প্রমুখ।