রাজিউল হাসান পলাশ : ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত, এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ২০ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডের দিন আজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় সংযোজিত হয়েছিল।
জাতীয় শোকদিবস উপলক্ষে ধামরাই উপজেলায় সকাল সাড়ে নয়টায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের পক্ষ হতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বিশাল শোক র্যালি বের করা হয়। র্যালিতে ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও জাতীয় শোকদিবস উপলক্ষে উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব এম এ মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক খায়রুল ইসলাম গনি,উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ঢাকা জেলা কৃষি বিষয়ক সম্পাদক (সাবেক) শফিক আনোয়ার গুলশান প্রমুখ।