ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কেলিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন তরুনের মৃত্যু। তিনজনই মোটরসাইকেল আরোহী। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশুলিয়া থানার সিন্ধুরিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে মানিক হোসেন, জাবেদ আলীর ছেলে মৃদুল হোসেন, মোমিন সিকদারের ছেলে আবু কাউসার হোসেন হৃদয়। নিহত মৃদুল ও হৃদয় গণবিশ্ববিদ্যালয়ের আর মানিক সাভার কলেজের ছাত্র ছিলেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, ধামরাইয়ের কেলিয়ায় মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১১-৩০৯০) এর সাথে সাভারগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে এবং বাস ও মোটরসাইকেল জব্দ করেন। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে