রাজিউল হাসান পলাশ : ঢাকা জেলার ধামরাই উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে রবিউল করিম সভাপতি এবং গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১১ মে) ভালুম আতাউর রহমান খান স্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে রবিউল করিম ৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাধারন সম্পাদক পদে গোলাম কিবরিয়া ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আবদুল মোমেন সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন, অরবিন্দ সরকার, যুগ্ম সম্পাদক পদে হুমায়ূন কবির ও মীর শফিকুল ইসলাম শিহাব, সাংগঠনিক সম্পাদক পদে জব্বার আলী নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে দুইজন করে নির্বাচিত হয়েছেন।
উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১১৩৩ জন ভোটারের মধ্যে ১১১৮জন ভোটার অংশগ্রহণ করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি চান মিয়া। ইতিপূর্বে ৩৪ পদে ৪৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুক্রবার ৬টি পদের বিপরীতে আটজন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।