রাজিউল হাসান পলাশ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২০ ধামরাই আসনে কোন রকম ঝামেলা ছাড়াই শান্তিপূর্নভাবে ভোটগ্রহন চলছে। সকাল থেকেই উপজেলার ১৬ টি ইউনিয়নের ১৪০ টি কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতিতে ভোটগ্রহণ চলছে। সরেজমিনে ধামরাই পৌরসভার আব্দুস সোবহান মডেল হাই স্কুল, ধামরাই সরকারি কলেজ, হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুশুরা ইউনিয়নের আব্বাস আলী উচ্চ বিদ্যালয়, বৈন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোমভাগ ইউনিয়নের চাপিল, নওগাঁও, শৈলান ও দেপাশাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, শান্তিপূর্ন পরিবেশে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন পুরুষ ও মলিহা ভোটাররা।
এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেনজীর আহমদ নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাজী আব্দুল মান্নান (হাত পাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এমএ মান্নান (তারা) এর সঙ্গে। তবে এ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীর প্রার্থীতা বাতিল হওয়ায় আওয়ামীলীগের নেতা কর্মীরা রয়েছে বেশ ফুরফুরে মেজাজে।
পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির বলেন, ধামরাইয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহন চলছে। পৌরসভার প্রত্যেকটি কেন্দ্রে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। ঢাকা ২০ আসনের জনগন স্বতস্ফুর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে জয় উপহার দিবে। ভোট কেন্দ্রের সকালের পরিবেশ সম্পর্কে কেন্দ্রের সামনে ভোট দেয়ার অপেক্ষায় দাড়িয়ে থাকা ভোটার রনি জানান, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা বলেন প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ১৪০ টি ভোটকেন্দ্রের কোনটিতেই কোন ধরনের সংঘর্ষ বা ঝামেলার খবর পাওয়া যায়নি, বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এখন পর্যন্ত সারা ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে।