রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে ১৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মের ঐতিহ্যবাহী উৎসব শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা এবং তার মাস ব্যাপী মেলা। বর্নাঢ্য এ আয়োজনে এ দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় রথ উৎসব অনুষ্ঠিত হয় এই ধামরাইয়ে। ১৪ জুলাই বিকেলে শুরু হবে প্রথম রথযাত্রা এবং ২২ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথ যাত্রা অনুষ্ঠান।
এ উৎসব হিন্দু ধর্মীয় ভাবধারার হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধামরাইয়ের মানুষের আতিথেয়তায় সুনামের জন্য এই উৎসব ব্যাপক ভাবে সার্বজনীনতা লাভ করেছে। এই ধর্মীয় রথ উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে বেড়ানোর জন্য প্রতিটি বাসগৃহে আত্মীয়রা স্বজনা এসে ভীড় করে। অতীতে একটা সময় ছিল যখন বাংলাদেশ নয় বিদেশ থেকেও হাজারো ভক্তবৃন্দরা রথ উৎসব কে কেন্দ্র করে ধামরাইয়ে আসত।
ঐতিহব্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা ধামরাইয়ে সাজ সাজ রব পড়ে গেছে এবং কায়েতপাড়াস্থ মাধব মন্দির কমিটি কর্তৃক রথের যাবতীয় ও সাজ সজ্জার কাজ ইতি মধ্যেই সম্পন্ন করেছে। এবার রথ উৎসব ও মেলার উদ্বোধন করবেন ঢাকা ২০ আসনের এমপি মুক্তিযোদ্ধা এম এ মালেক , বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তমিজউদ্দিন ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা। রথযাত্রার সভাপতিত্ব করবেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালানা ও রথ কমিটি সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অবঃ)।
রথ মেলাকে সফল করার জন্য রথ পরিচালনা কমিটির পাশাপাশি প্রসাশনের পক্ষ থেকে বহু সংখ্যাক পুলিশ,র্যাব, বিভিন্ন আইন সংস্থার সদস্যরা পোষাক ও সাদা পোষাকে নজরদারী করবে বলে ধামরাই প্রশাসন সূত্র জানিয়েছে। ঐতিহ্যবাহী রথযাত্রা নির্বিঘ্নে পালনের জন্য আইন শৃংখলা বিষয় নিয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুলিশ প্রশাসন ও হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন পেশাজীবী মানুষদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু সময় নিউজকে জানান, রথযাত্রার মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় থাকবে শুধু তাই নয় রথযাত্রার দিন প্রতিটি প্রবেশ ধারে থাকবে চেকিং নিরাপত্তা গেইট। থাকবে সাদা পোষাকে বিপুল পরিমান নিরাপত্তা কর্মী।