ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রাজিউল হাসান পলাশ : আজ মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যূদয়ের দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয়মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে হানাদার পাকিস্তানি বাহিনী। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

বিজয়ের আনন্দে সারাদেশ আজ আনন্দিত। সারা দেশের ন্যায় ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটির মর্যাদাপূর্ণভাবে পালন করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। তোপধ্বনি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদশন, ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা।

ধামরাই থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিনের প্রথম প্রহরে বিজয় দিবসের শুভসূচনা করা হয়। রবিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অপর্ণ করা হয়। সকাল নয়টায় ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, ডিসপ্লে প্রদর্শন ও খেলাধুলার আয়োজন করা হয় এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। সন্ধ্যায় উপজেলা চত্ত্বরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ঢাকা ২০ এর সংসদ  সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। এসময় আরোও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি মোঃ নাহিদ হাসান, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাইয়ের বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক সহ সাধারণ জনগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিজয়ের এই ৪৭ বছর অনেক চরাই-উতরাই পেরিয়েছে জাতি। কখনো সামনে এগিয়েছে, আবার পিছিয়ে গেছে নানা রাজনৈতিক টানাপোড়নে। তবুও হতোদ্যম হয়নি জাতি। আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে তাহলে আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments