এস আই আশরাফুল (ধামরাই থেকে) : ধামরাইয়ের শরীফ বাগ এলাকায় কেয়া পরিবহনের রাখা ঢাকা ব-১১-৫৬৮৪ একটি বাসে আজ বিকাল ৫ঘটিকার দিকে আগুন লাগে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটির পাশে একটি বাসা থেকে মোটর পাম্প থেকে পাইপের এর মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।আগুন নিয়ন্ত্রণের আনার এক মহুর্তে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সাহায্য চান ।কিছুক্ষনের মধ্যে ধামরাই ফায়ার সার্ভিস এর একটি ইউনিট চলে আসে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে ।এলাকাবাসী জানান ঐ বাসগুলি দীর্ঘদিন যাবত ঐ স্থানে রাখা হয়েছে ।বাসগুলোতে কিছু মাদকসেবীরা মাদক সেবন করে বলে জানান ।তাদের ধারণা মাদকসেবীরা বাসে মাঝখানে বসে সিগারেট খাওয়ার পর না নিভিয়ে চলে যায় ফলে ঐখান থেকে আগুন ধরেছে বলে ধারণা পাওয়া যায়।ঘটানাস্থলে পুলিশ এসে তদন্ত করে জানান এটি মাদসেবীদের সিগারেটের ফেলা যাওয়া অংশ থেকে আগুন টি লাগে ।
Subscribe
Login
0 Comments
Oldest