রাজিউল হাসান পলাশ: ঢাকা জেলার ধামরাই উপজেলার উপর দিয়ে প্রবাহিত বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী সাতটি ড্রেজারে আগুন দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, এসময় অবৈধভাবে উত্তোলিত বালু ক্রয় করায় তিন ব্যাক্তিকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়।
বুধবার(৩০ মে) বংশী নদীতে দুপুর থেকে বিকাল পর্যন্ত চারটি স্থানে সাতটি ড্রেজারে আগুন দিয়ে অকেজো করা হয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ । মাহিষাশীর গ্রামের খালেক, হাসান, আরিফ ও বাস্তা গ্রামের এমারত, টেটাইলের কালাম,আসলাম,বালিয়া ইউনিয়নের ইমরানের ড্রেজারে আগুন দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ সময় নিউজকে বলেন : আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে বংশী নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয় এবং তাতে এলাকাবাসীর এবং পরিবেশের ক্ষতি হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি ড্রেজার আগুন দিয়ে অকেজো করা হয় এবং অবৈধভাবে উত্তোলিত বালু ক্রয় করার অপরাধে মোহাম্মদী গার্ডেন মালিককে ১ লক্ষ আব্দুল আওয়াল কে ৫০ হাজার ও পূর্ন চন্দ্র দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।