
ছবি : প্রতিকী
রাজিউল হাসান পলাশ: ঢাকা জেলার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেন (২৫) নামে এক গ্রাম পুলিশ (চৌকিদার) বেতন না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। শুক্রবার (১০ আগস্ট) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এলাকা ও পারিবারিক সূত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তোতা মিয়ার ছেলে তোফাজ্জল সূয়াপুর ইউনিয়ন পরিষদে ১৩ মাস পূর্বে গ্রাম পুলিশে (চৌকিদার) চাকরি শুরু করেন কিন্তু এই পর্যন্ত কোনো বেতন পাননি তিনি। বৃহস্পতিবার (৯ আগস্ট) চেয়ারম্যানের কাছে বেতনের কথা বলতে গেলে তিনি বকাঝকা করে বের করে দেন। এসময় তিনি রাগ করে বাড়িতে চলে আসেন। পরে ওই রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তোফাজ্জল।
এসময় পরিবারের লোকজন টের পেয়ে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সূয়াপুর ইউনিয়র পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন সময় নিউজকে বলেন, সে আমার পরিষদে গ্রামপুলিশে কর্মরত ছিল না, সে তো ইন্টারভিউ এর সময়ই আনফিট হয়েছিল।
এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ জিয়াউল ইসলাম সময় নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে, এবং আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছি।