রাজিউল হাসান পলাশ : আজ মঙ্গলবার ধামরাইয়ে বেক্সিমকো ঢাকা জেলা ফুটবল লীগ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ধামরাই এর ঐতিহ্যবাহী কুশুরা আব্বাস আলী স্কুল এন্ড কলেজ মাঠে। জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ এর সাংসদ আলহাজ্ব এম এ মালেক, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, যিনি উদ্বোধনী ভেন্যু হিসেবে প্রিয় ধামরাই কে বেছেঁ নিয়েছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এডিসি জেনারেল শহীদুজ্জামান, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সহকারী কর কমিশনার ভূমি ধামরাই নাহিদ হাসান প্রমুখ।
ধামরাই এর হাজার হাজার খেলা পাগল মানুষগুলো জেলা প্রশাসককে কে নিরাশ করেনি অনুষ্ঠানটি ছিল প্রানোচ্ছ্বল এবং উদ্বোধনী খেলাটিও ছিল উপভোগ্য এমনটিই জানান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ধামরাই উপজেলা ও সাভার উপজেলা, খেলার ফলাফল ড্র, ধামরাই ১- ১ সাভার।