রাজিউল হাসান পলাশ : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন। আজ সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের পরিচয় সনাক্ত করেছে ধামরাই থানা পুলিশ।
পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ জিয়াউল ইসলাম সময় নিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে এসে বাস দুুটি মুুুুখোমুখি অবস্থায় পাই, তিনজনের মৃতদেহ আমরা ঘটনাস্থলে পেয়েছি আহতদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়েছে, এছাড়া আমাদের পুলিশফোর্স বিভিন্ন হাসপাতালে খোঁজ নিচ্ছেন মৃতের সংখ্যা বাড়লে আমরা জানাব।
ঘটনাস্থলে নিহতরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী গ্রামের জালাল মোল্লার ছেলে জহির মোল্লা (২২), একই এলাকার কোবাদ মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং যশোর জেলার বায়োজিদপুর গ্রামের মৃত ডাঃ বিমল সেনের ছেলে সোমনাথ সেন (৫৫)।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও নিসচা কমিটির কর্মী এবং স্থানীয় জনগণ। ফায়ার সার্ভিস ও নিসচা কমিটির সদস্যরা জানায়, আজ সন্ধ্যায় সুর্যমুখি পরিবহনের ফরিদপুরগামী পাবনা -ব ১১-০০১২ বাসটি বিপরীত দিক থেকে ছেড়ে আসা সেতু পরিবহনের ময়মনসিংহ ব – ০৫০০০৪ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ৩০ জন।