সারাদেশের মতো ধামরাইয়েও নিরাপদ সড়ক চাই – ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ২২ শে অক্টোবর – জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। র্যালি, আলোচনা ও মত বিনিময় সভা এবং সড়কে সচেতনতামূলক কার্যক্রম গ্রহনের মাধ্যমে দিবসটি আলোড়ন সৃষ্টি জরে ধামরাইয়ে। সম্পূর্ণ আয়োজনের সভাপতিত্ত্ব করেন নিরাপদ সড়ক চাই- ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া, প্রধান অতিথি হিসেবে ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, উদ্বোধক হিসেবে ছিলেন ডিলিংক পরিবহন লিমিটিডের চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপবিভাগীয় প্রকৌশলী আতিকুল্লাহ ভূঞা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শফিক আনোয়ার গুলশান, আফাজউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, ধামরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুর রহমান স্বপন সহ সকল স্তরের পেশাজীবী মানুষ। সভায় চালক, শ্রমিকদের বিভিন্ন প্রশ্নে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘ মানুষের মাঝে যাতে সর্বোচ্চ সড়ক নিরাপত্তা নিশ্চিত হয় এ জন্য প্রয়োজনে সড়কের সাথে সকল কর্তৃপক্ষের সমন্বয় করা হবে’। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম ধামরাই উপজেলাকে সড়ক দুর্ঘটনামুক্ত রুপান্তরে দৃড় অঙ্গীকার প্রকাশ করেন। প্রায় দুইশ মানুষের এ সভায় সভাপতির বক্তব্যে নিসচা- ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া বলেন, ‘ সচেতনতা প্রয়োজন পথচারী, যাত্রী ও চালক তবেই নিরাপদ সড়ক চাই- এর উদ্দ্যেশ্য বাস্তবায়িত হবে’। সভার পরে ইসলামপুর বাসস্ট্যান্ডে ওভারব্রিজ ব্যবহারকারীদের ফুলেল শুভেচ্ছায় জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হয় যা ভূয়সী প্রশংসা করে সকল স্তরের মানুষ। ভবিষ্যতে এ ধরনের আয়োজনকে আরো বড় পরিসরে করার ক্ষেত্রে সহযোগিতা নিশ্চয়তার আশ্বাস দেয় অতিথিরা।
Subscribe
Login
0 Comments
Oldest