রাজিউল হাসান পলাশঃ ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় প্রায় চার হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টা, সরিষা, বোরো, বিটি বেগুন, মূগ ও তিল চাষের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা ২০ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের কৃষির গুরুত্ব নিয়ে বিশেষ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।