রাজিউল হাসান পলাশ : ধামরাইয়ের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি ছাত্রছাত্রীদের সংর্বধনা প্রদান ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ মে সকালে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও দি একমি ল্যাবরেটরি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসিবুর রহমান কাশেমের পৃষ্ঠপোষকতা ও সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও ফুল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হাসিবুর রহমান কাশেম, প্রধান শিক্ষক হযরত আলী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।