রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামের শতবছরের ঐতিহ্যবাহী ভক্তের মেলা ১৩ নভেম্বর শুরু হয়েছে। এ মেলা চলবে সপ্তাহি ব্যাপী। দেশ ও জাতির কল্যাণ কামনায় মহামানব ‘অমৃত ভক্তের’ অনুসৃত পথ ধরে ভক্তরা প্রার্থনায় ব্রতী হয়েছেন ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামে আয়োজিত ভক্তের মেলায়।
গত মঙ্গলবার নানা কর্মসূচি ও অধিবাস প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে এ ধর্মীয় উৎসব। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামে ১৬৭ বছর পূর্বে সাধক পুরুষ অমৃত লাল ভক্ত ধর্মীয় চেতনায় সপ্তাহব্যাপী এ উৎসব ও মেলার গোড়াপত্তন করেছিলেন খাগাইল অমৃত ভক্তের বড় পুকুর পার ঘিরেই মূলত এ উৎসব। কথিত আছে আগত ভক্তরা নানা রোগ নিরাময় ও শান্তি প্রত্যাশায় স্নান সম্পন্ন করে এ পুকুরে।
মেলায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ আসছেন। শনিবার ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বায়রার সভাপতি আলহাজ্ব বেনজীর আহম্মদ অমৃত লাল ভক্তের স্বরনে ১৭০ তম বাৎসরিক মহা মহোৎসব নৌকা বিলাস অনুষ্ঠান উদ্বোধন করেন। হিন্দু,মুসলিম কাধে কাধ মিলিয়ে এই নৌকা বিলাস উপভোগ করেন। এসময় তার সঙ্গে বাইশাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।