রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে ধামরাই উপজেলার ৫ জন ভিক্ষুককে টং দোকান উপহার দেওয়া হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত বৈদ্য আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে এ টং দোকান হস্তান্তর করেন।
এ সময় বিস্কুট, চিপস, চকেলট ও চা তৈরির উপকরণসহ দোকানের প্রয়োজনীয় মালামাল দেয়া হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ১১ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। বছর জুড়ে ভিক্ষুকের আর্থ-সামাজিক অবস্থা অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ইতিপূর্বে ০৫ জন ভিক্ষুককে ৫টি ব্যাটারী চালিত ভ্যান দেওয়া হয়েছে।
উপকারভোগীরা জানায়, সরকারি এসব উপহারের ফলে নিজ এলাকায় দোকান দিয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে পুনর্বাসিত হবেন তারা। ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে ধরবেন সংসারের হাল। পুনর্বাসিত হওয়ায় ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজ উপার্জনে সংসারের হাল ধরতে পারার সুযোগ হওয়ায় আনন্দিত তারা।
মালামালসহ টং দোকান পেয়ে ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার ময়না বেগম (৬৫) বলেন, দোকানডা পাইয়া আমি খুশি, এহন ব্যবসা কইরা জীবন চালাইতে পারুম আর ভিক্ষা করন লাগবো না।
ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বলেন, সরকারের রাজস্ব খাতের অর্থায়নে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আরো জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রশান্ত বৈদ্য বলেন, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষে আজ পাঁচজনকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। পরবর্তীতে আরো লোকজনকে এই কর্মসূচির আওতায় আনা হবে।