রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বেস্ট ডান ফোরাম এর উদ্যোগে সুবিধাবঞ্চিত তিনশত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। “উষ্ণতার ছোঁয়া” শীর্ষক প্রতিপাদ্যে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে বেস্ট ডান ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।
সংগঠনটি ২০১২ সাল থেকে প্রতিবছরই শীতে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করে। সেই ধারাবাহিকতায় এবছরও তারা খুজেঁ খুজে সমাজের অবহেলিত, কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরন করেছেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক বলেন “বেস্ট ডান ফোরাম” দিনরাত নিরলস পরিশ্রম করে সবসময়ই সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারা সুবিধাবঞ্চিত মানুষদের কাছে ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন। আমরা তাদের সকল ভালো কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।