রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে হালনাগাদ লাইসেন্স না থাকায় এবং কার্যক্রমে ব্যত্যয় থাকায় একটি হাসপাতাল সিলগালা ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ মার্চ) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।
ডা. নূর রিফফাত আরা জানান, হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে হালনাগাদ লাইসেন্স নেই, প্যাথলজিস্ট অনুপস্থিত এবং মূল্য তালিকা না থাকায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মুনমুন চক্ষু হাসপাতাল ও ফেকো সেন্টারের হালনাগাদ লাইসেন্স নেই, ওটি এসিস্ট করে (MLOP) যার কাগজ দেখায় তাকে পাওয়া যায়নি যাকে পাওয়া গেছে তিনি ওটি এসিস্ট করে বলে জানিয়েছে কিন্তু তিনি (MLOP) কোর্স করেননি এছাড়াও তাদের ওটি ইনচার্জ অনুপস্থিত থাকায় এ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় এবং হালনাগাদ লাইসেন্স না থাকায় একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।