রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত মাটি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ওরফে দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে দিকে উপজেলার ডেমরান এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত মাটি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ওরফে দেলোয়ার হোসেনকে বালু ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো.মামনুন আহমেদ অনীক জানান, কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন সর্বদা সরব আছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে তাদের এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।