রাজিউল হাসান পলাশ : বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উজ জামান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী সভাপতিত্বে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান ( সি.আই পি)।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে আমি এবং আমার পরিবার কাজ করে যাচ্ছি, আমি আশা করি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উজ জামান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্ট্রোলার ( অব.) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ঢাকা আব্দুল হামিদ, ডালিপাড়া জামে মসজিদ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল রফিক মিয়া, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজির আহমেদ মুকুল, ঢাকা জেলা পরিষদ সদস্য সানাউল হক সুজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।